উপজেলা নির্বাচন : প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল প্রচারণার সুযোগ পাচ্ছেন উপজেলা নির্বাচন : প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল প্রচারণার সুযোগ পাচ্ছেন - ajkerparibartan.com
উপজেলা নির্বাচন : প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল প্রচারণার সুযোগ পাচ্ছেন

4:14 pm , March 30, 2024

নিজস্ব প্রতিবেদক ॥নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল প্রচারণার সুযোগ পাচ্ছেন এবং তফসিল ঘোষণার পর থেকেই সম্মানীত প্রার্থীগণ জনংযোগ করতে পারবেন। তবে কোন প্রার্থী ৫ (পাঁচ) জনের অধিক কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে জনসংযোগ করতে পারবেন না এবং উক্তরূপ জনসংযোগকে কোনোভাবে পথসভা, মিছিল বা জনসভায় রূপান্তর করা যাবে না। পোষ্টার, ব্যানার সাদা-কালেঅ অথবা রঙ্গিন করার বিধান করা হয়েছে নির্বাচন আচরণ বিধিমালার নতুন সংশোধনীতে। আশা করছি নির্বাচন নিয়ে কেউ কোন ধরনের সংঘাত-সহিংসতায় জড়াবে না। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘœ ঘটলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক অ্যাকশনে যাবে কমিশন। শনিবার (৩০ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের আয়োজেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসময় তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন এ কার্যক্রমকে আরো উচ্চতর মাত্রায় নিয়ে যেতে চায়। এই কমিশনের মেয়াদ কালে যেসকল স্থানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসকল নির্বাচনকে নির্বাচন কমিশন অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। নির্বাচন কমিশন চায় প্রত্যেকে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করবে। নির্বাচন কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ ভূমিকা দৃষ্টিগোচর হওয়াতে ইতিমধ্যে বিভিন্ন নির্বাচন এর ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদেরকে নিরবিঘেœ, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। অবৈধ অস্ত্র উদ্ধার – চলমান, আপনাদের কাছে কোন অবৈধ অস্ত্রের তথ্য থাকলে বা কেহ বহন করলে বা ব্যবহার করলে – অবহিত করুন। তিনি বলেন, পোলিং এজেন্টরা যাতে হয়রানীর বা নির্যাতনের স্বীকার না হয় সে দিকে আইন- নিজের পছন্দের শৃংখলা বাহিনী সতর্ক দৃষ্টি রাখবেন। ভোটার নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবে প্রার্থীকে ভোট দিবে – বেরিয়ে এসে মিডিয়াতে ভোটের পরিবেশ সম্পর্কে বলবেন। নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতন প্রতিহত করতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। প্রার্থী বা তার সমর্থকদের বাড়িঘর –ব্যবস্যা প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে হবে। যে সকল প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করবে রিটানিং অফিসার ও সহকারি রিটানিং অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ আচরণ বিধি ভঙ্গ করার পর তাদেরকে বারংবার সতর্ক করা হলে তার পরেও যদি তারা আচরণ বিধি ভঙ্গ করে তাহলে বিধি মোতাবেক প্রয়োজনে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিরোধ ও প্রতিহিংসা থাকবে না। পুলিশি গ্রেপ্তার/হয়রানীমূলক মামলা করা যাবে না। সাংবাদিকদের নীতিমালা অনুযায়ী সহযোগিতা করতে হবে। তিনি বলেন, নির্বাচন একটি টিম ওয়ার্ক। নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকেই এই টিমের সক্রিয় অংশিদার। দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন পেশাদারিত্বের সাথে সকলের আন্তরিক প্রচেষ্টায় সাফল্যের সাথে সুসম্পন্ন হয়েছে। এবারে চার ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে অনঢ? থাকবে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে প্রার্থী যত প্রভাবশালী হোক না কেন; নির্বাচনী আইন-কানুন শতভাগ মেনে চলতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে প্রয়োজনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন। পূর্বের যে কোন নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচন আরও ভাল হবে ইনশা আল্লাহ। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে কমিশন সব ধরনর পদক্ষেপ নেবে। এবারেই প্রথম সব প্রার্থীর জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে কেউ কাউকে প্রার্থী হতে বাধা দিতে পারবে না এবং জোরপূর্বক প্রার্থিতা প্রত্যাহার করাতেও পারবে না। এ কারণে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। অনলাইন ব্যতীত কোনভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না। সভায় বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবিরসহ, ৬ জেলার জেলার প্রশাসক, পুলিশ সুপার, বিজিপি-আনসারসহ স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনরের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT