4:04 pm , March 29, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জের অবৈধ একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ইটভাটার চিমনি ভেঙ্গে ফেলে কিলনের আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়। এছাড়াও বিপুল পরিমান কাঁচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়। শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
তিনি জানান, বাবুগঞ্জের দোয়ারিকা এলাকায় ফাইন ব্রিকস নামে একটি ইটভাটা লাইসেন্স না করে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। তাই ওই ইটভাটায় অভিযান করা হয়। অভিযানের টেরপেয়ে মালিক ও ম্যানেজার পালিয়েছে। পরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার ড্রাম চিমনি ভেঙ্গে ফেলে কিলনের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কাঁচা ইট বিনষ্ট করে ভাটা বন্ধ করে দেয়া হয়েছে। লাইসেন্স না করা পর্যন্ত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।