ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২ ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২ - ajkerparibartan.com
ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

4:02 pm , March 29, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরে কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল অরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-বরিশাল মহসাড়কের প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে। এর মধ্যে মাদারীপুর জেলার জাফরাবাদ গ্রামের দেলোয়ার হাওলাদারের পুত্র সাগর হাওলাদারের (২৪) পরিচয় জানা গেছে।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ বলেন, একটি কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বরিশালগামী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের সামনের অংশ দুমরে-মুচরে যায়। গুরুতর আহত হয় মোটর সাইকেলের দুই অরোহী। তাদের উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু আশংকাজনক হওয়ায় দুইজনকেই ঢাকা পাঠানো হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যান আটক করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT