মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি : প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি : প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ - ajkerparibartan.com
মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি : প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ

4:28 pm , March 28, 2024

মো: আফজাল হোসেন, ভোলা ॥  মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও হযরত আয়েশা (রা:) কে নিয়ে কুরুচিপুর্ণ অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ,প্রতিবাদ সমাবেশ ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল বাদ জোহর ভোলা শহরের খলিফাপট্টি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিলটি সদরসহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে নতুন বাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শওকত হোসেন, মিজানুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা  মো: মোবাশ্বিরুল হক নাঈম। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপার মাহিদুজ্জামান নিজে এবং জলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা স্বারকলিপি গ্রহণ করেন।
সমাবেশ বক্তরা বলেন,দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই একের পর এক ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। যেসব ঘটনার কোন বিচার না হওয়ার কারনে অপরাধীরা আরো উৎসাহিত হচ্ছে।
উল্লেখ্য,জেলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ের খাসেরহাট এলাকার বসু দাস নামক এক হিন্দু ধর্মাবলম্বী ফেসবুকে স্ট্যাটাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT