4:27 pm , March 28, 2024

রোজাদারদের জন্য বিষু ঘোষের বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক ॥ “আমি হিন্দু হলেও আমার বেশিরভাগ বন্ধুরা মুসলিম, তাই সিয়াম সাধনার এই মাসে শুধুমাত্র রোজাদারদের সেবা দেয়ার মনোভাব থেকে প্রতি আইটেম ইফতার পিস মাত্র ২ টাকায় বিক্রি করছি। এতে আমার লাভ হচ্ছে না মোটেও, তার পরেও মানষিক শান্তি পাচ্ছি।” নগরীর সাগরদী এলাকায় সকাল সন্ধ্যা সুইটস এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ ঘোষ বিষু তার নতুন বিক্রয় কেন্দ্রে রমজানের শুরু থেকে নামমাত্র মূল্যে ইফতার বিক্রি করছেন। এখানে রোজার মাস উপলক্ষে সব ইফতার রাখা হচ্ছে কম দামে। তবে নির্ধারিত কিছু ইফতার সামগ্রীর দাম রাখছেন ২ টাকা করে। এমন মহতী উদ্যোগে সাগরদী এলাকায় বেশ সারা পড়েছে বলে জানিয়েছেন। গতকাল সকাল সন্ধ্যা সুইটস এর বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, রোজাদারদের জন্য বেগুনি, আলুর চপ, পিয়াজু এবং শাকের চপ এর মূল্য প্রতি পিস ২ টাকা করে রাখা হচ্ছে। এছাড়া ১০৫ টাকা কেজির ছোলা বুট রান্না করে বিক্রয় হচ্ছে কেজি ১০০ টাকা। শুধু তাই নয় কেউ চাইলে এখান থেকে ৫ টাকার বুটও কিনতে পারবে। যা বরিশাল নগরীতে এই প্রথম দেখা গেছে। নগরীর সব যায়গায় জেলাপির কেজি ২০০ থেকে ৩০০ টাকা হলেও সকাল সন্ধ্যা সুইটস এর জেলাপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। কেউ যদি তাও কিনতে না পারে তবে তাদের জন্য মাত্র ৫ টাকায় ১/২ পিস জেলাপি দেয়া হচ্ছে। এই সকল আইটেম এর নামমাত্র মূল্য রাখছেন তারা। একই সাথে দোকানের সকল নিয়মিত মিষ্টান্ন শুধুমাত্র রোজাদারদের জন্য তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে সকাল সন্ধ্যা সুইটস এর সাগরদীর এই নতুন শাখায়। সকাল সন্ধ্যা সুইটস এর স্বত্বাধিকারী বিশ্বজিৎ ঘোষ বিষু আজকের পরিবর্তনকে জানান, সিয়াম সাধনার এই মাসে তার অসংখ্য মুসলিম বন্ধুরা রয়েছেন যারা রোজা রাখেন। তাদের পরামর্শে এবং মুসলমানদের প্রতি সম্মান ও ভালবাসার স্থান থেকেই এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ব্যাবসায় লাভ লস থাকবেই, তবে সম্প্রীতির এই মাসে রোজাদারদের জন্য কিছু করতে পেরে বেশ আনন্দিত তিনি। প্রতি বছর এই ধারাবহিকতা অব্যাহত রাখতে চান বলেও জানান তিনি।