4:24 pm , March 28, 2024
আজকের পরিবর্তনে সংবাদ প্রকাশের পর
বিশেষ প্রতিবেদক ॥ বহুল প্রচারিত দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পরিত্যক্ত ভবনে বসবাসকারী বাবুর্চি হারুন অর রশিদ ও সুন্দর আলীর কাছে সহায়তা নিয়ে ছুটে আসেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার। বৃহস্পতিবার দুপুরে বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর নির্দেশে খাদ্য ও নগদ টাকা সহায়তা নিয়ে বরিশাল সরকারি হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসের পরিত্যক্ত ভবনে ছুটে আসেন তিনি। এদিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ছাড়াও আরো অনেক নেতাকর্মী ও প্রবাসী তার খোঁজ নিচ্ছেন।
গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার বলেন, সংবাদ মাধ্যমে এই পরিত্যক্ত ভবনে বসবাসকারী হারুন অর রশিদ ও মাহিনূর সম্পর্কে জানতে পেরে জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর নির্দেশে আমরা ছুটে এসেছি রমজান উপলক্ষে কিছু সহায়তা নিয়ে।
আমরা তাদের সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল্লাহ মজুমদার। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৪ মার্চ দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় হারুন অর রশিদের অসহায়ত্বের কথা তুলে ধরে একটি সংবাদ প্রকাশিত হয়েছিলো। এরআগে ২৩ মার্চ রাতে সোশ্যাল মিডিয়া বাংলার চিঠিতেও এ সংবাদ প্রচার করে। এখানে আরও একটি পরিবার পরিত্যক্ত টয়লেটে বসবাস করছেন।