মঠবাড়িয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু মঠবাড়িয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

4:27 pm , March 25, 2024

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে রুবেল আকন নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মঠবাড়িয়ার কুমিরমারা গ্রামের ইজিবাইক চালক রিয়াজ আকনের ছেলে ও উপজেলার বাইশকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। নিহত স্কুলছাত্রের দাদী রওশন আরা বেগম জানান, রুবেল রোববার ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে ফসলী মাঠে যায়। পরে বাড়িতে আর ফিরে না আসায় বিকেলে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। এক পর্যায়ে মাঠের মধ্যে একটি পুকুরের পানিতে রুবেলকে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস রুবেলকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী রেজা জানান, খবর পেয়ে পুলিশ রোববার রাতে নিহত স্কুলছাত্রের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্কুলছাত্রের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT