মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে - ajkerparibartan.com
মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেয়া শিশু কন্যার ঠাঁই হয়েছে ছোটমনি নিবাসে

4:04 pm , March 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মানসিক ভারসাম্যহীন নারীর জন্ম দেয়া কন্যা শিশুর ঠাই হয়েছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ছোটমনি নিবাসে। আর মানসিক ভারসাম্যহীন মায়ের ঠাঁই হবে ময়মনসিংহের ধরলায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে। হেলেনা নামের ২৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারী শনিবার রাত সাড়ে আটটার দিকে কন্যা শিশুর জন্ম দেন। রোববার তাকে বরিশাল শিশু আদালতের বিচারক ইয়ারব হোসেনের নির্দেশে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। বরিশাল সদর উপজেলার লাহারহাট ফেরিঘাট সংলগ্ন মাছ বাজারে শিশু কন্যার জন্ম দেয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল।
শিশু কন্যাকে জন্ম দেয়ার সময় সাথে থাকা বেঁদে সম্প্রদায়ের বাসিন্দা নাসিম বলেন, নদীতে মাছ ধরে ছোট ভাইয়ের স্ত্রী মালেকাসহ বাজারে আসেন। এ সময় তারা দেখতে পান মানসিক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রনায় কাতরাচ্ছে। দুই সন্তানের জননী মালেকা বলেন, ওই নারীকে দেখে বুঝতে পারি সন্তান জন্ম দেয়ার সময় হয়েছে। ব্যথা উঠছে। তাই তার পাশে যান। তাদের সহায়তায় মানসিক ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দেয়। পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আদালতে নিয়ে এসেছে।
নাসিমা বেগম আরো জানান, গত দুই বছর ধরে ওই এলাকায় ঘোরাফেরা মানসিক ভারসাম্যহীন নারী। তার পরিচয় জানতে চাইলে নিজের নাম শুধু হেলেনা বলে জানিয়েছে। আর কিছু বলতে পারে না।
তিনি আরো জানান, নিজে নি.সন্তান। তাই কন্যাকে নিজের সন্তান হিসেবে লালন-পালন করতে চান। তাই মানসিক ভারসাম্যহীন নারীর চিকিৎসায় পাঁচ হাজার টাকা ব্যয়ও করেছেন। শনিবার রাত থেকে তার সাথে রয়েছেন।
বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান,  শনিবার রাতে মানসিক ভারসাম্যহীন নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। শিশু ও তাদের মায়ের বিষয়ে সিদ্বান্ত নেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।
আদালতে নিয়ে আসা বন্দর থানার এসআই রোজিনা বেগম বলেন, শিশু আদালতের নির্দেশনায় শিশুকে আগৈলঝাড়া শিশু নিবাসে রেখে আসবো। তার মাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে আসবো। মা ও মেয়ে সুস্থ আছে বলে জানিয়েছেন এসআই রোজিনা।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, সরকারী আইন অনুযায়ী শিশুর নিরাপত্তার জন্য শিশু আদালতের নির্দেশ অনুযায়ী শিশু নিবাসে পাঠানো হয়েছে। তার মাকে আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পরে তাকে ময়মনসিংহের ধরলায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে।
দত্তক আইন বলতে কিছু নেই জানিয়ে সাজ্জাদ পারভেজ বলেন, কিছু শর্তে লালন পালন করতে দেয়া হয়। প্রক্রিয়া মেনেই নিতে হবে।
নগরীতে নকল কয়েল বিক্রেতাকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ নকল কয়েল বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানসহ দুই ফার্মেসী থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার নগরীর বগুড়া রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুমী রানী মিত্র জানান, নগরীর বগুড়া রোডের একটি দোকানে দুইটি কার্টুন ভর্তি নকল কয়েল বিক্রির জন্য নিয়ে আসে গোল্ডেন টাচ এন্টারপ্রাইজের লোক। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুইটি ফার্মেসী থেকে আরো ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT