3:38 pm , March 24, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বরিশাল মহানগরীর অনেক প্রাইমারী স্কুল রোববারও বন্ধ হয়নি। বিশেষকরে বিভিন্ন হাই স্কুলের প্রাইমারী শাখায় রোববারও ক্লাস চালু ছিল।
ইতোপূর্বে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ থেকে ২১মার্চ পর্যন্ত প্রাইমারী স্কুল এবং ২৫ মার্চ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক বলেন, সব প্রাথমিক বিদ্যালয়ই বন্ধ হয়ে গেছে। তবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের রিহর্সেলের জন্য নির্দিষ্ট সংখ্যক ছাত্রÑছাত্রীরা স্কুলে এলেও কোন ক্লাস হয়নি। সরকারি-বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শাখাগুলো খোলা রাখা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, ঐসব শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিভূক্ত। সেখানের নিয়ম কানুন সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে পারছেন না।