3:37 pm , March 24, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নিত্যপণ্যের দাম কমানো, ২০ রমজানের মধ্যে বোনাস-বেতন পরিশোধ করা ও ব্যাটারিচালিত যানবাহনের উপর অযৌক্তিক মামলা বন্ধের দাবিতে ন বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক ফ্রন্ট। রোববার (২৪ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে দাবি দিবস পালিত শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় দাবি দিবসের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। দাবি দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন(রেজি নং খুলনা ২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক আইউব আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার প্রমুখ। বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম জনগণের নাগালের বাউন্ডারির বাইরে চলে গেছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়ে এখন খেজুরের বদলে বড়ই খাওয়ার ফতোয়া দিচ্ছে। ওদিকে বেশিরভাগ কারখানায় ঈদের আগে বেতন বোনাস দেয়া নিয়ে মালিকদের অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। ব্যাটারিচালিত যানবাহনের উপর হয়রানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে রং পার্কিংসহ বিভিন্ন নিপীড়নমূলক মামলা দেয়ার সংখ্যা। অথচ নির্মাণ করা হচ্ছে না থ্রি হুইলারের জন্য পার্কিং স্ট্যান্ড ও মহাসড়কে সাইডলেন। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে কর্মসংস্থান বাড়ানোর দিকে যত মনোযোগ তার থেকে জনগণের পেটে লাথি মারার দিকে মনোযোগ অধিকতর। তার বহিঃপ্রকাশ হকার উচ্ছেদের ঘটনায় প্রকাশ পায়। পুনর্বাসন ছাড়া কোন হকার উচ্ছেদ করা যাবে না বলে দাবি তোলেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বরিশালের সোনারগাঁও টেক্সটাইলসহ দেশের সকল কল-কারখানার শ্রমিকদের বেতন এবং ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করার হুশিয়ারি দেন। অন্যথায় সরকারকে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে বলেন।