3:54 pm , March 23, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জিলা স্কুলের সাবেক মেধাবী ছাত্র আরিফুর রহমান আকাশকে সভাপতি ও মাহবুব আলম তমালকে সাধারণ সম্পাদক করে যুবলীগ জাপান কানসাই শাখার ৩২ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়েছে। গত ৩ মার্চ জাপান যুবলীগের সভাপতি বিএম শাজাহান ও সম্পাদক মীর হোসেন মিলন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সভাপতি আকাশ নগরীর ৮নং ওয়ার্ড স্ব-রোড এলাকার হানিফ মোল্লা বাচ্চু ও নুরুন্নাহার হানিফ দম্পতির পুত্র। এর পূর্বে আকাশ কানসাই যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত ৪ বছর ধরে আকাশ জাপানে বসবাস করে আসছে। শহরের আরআইসিটি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। সে ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিল। আকাশের সভাপতি পদ ঘোষণা হওয়ার পর থেকেই জিলা স্কুলের তার সহপাঠী থেকে শুরু করে সাবেক ও বর্তমান ছাত্ররা তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।