তিনটি ওয়ার্ড মিলিয়ে হবে একটি সাশ্রয় বাজার তিনটি ওয়ার্ড মিলিয়ে হবে একটি সাশ্রয় বাজার - ajkerparibartan.com
তিনটি ওয়ার্ড মিলিয়ে হবে একটি সাশ্রয় বাজার

3:48 pm , March 23, 2024

১৬ নং ওয়ার্ডে পারিবারিক সাশ্রয় বাজারের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বিশেষ প্রতিবেদক ॥ পারিবারিক সাশ্রয় বাজারে গরুর মাংস ৬৫০ টাকায় কিনতে পেরে খুশি ক্রেতারা। শুধু ১৬ নম্বর ওয়ার্ডই নয় আশেপাশের ওয়ার্ড থেকেও ব্রাউন কম্পাউন্ড এলাকায় কাউন্সিলর সাহিন সিকদার এর গড়ে তোলা পারিবারিক সাশ্রয় বাজারে ভিড় করছে মানুষ। আর এই ভিড় ও বাজারের চাহিদা অনুভব করে বরিশাল সিটি করপোরেশনের দুই-তিনটি ওয়ার্ড মিলিয়ে একটি করে সাশ্রয় বাজার গড়ে তোলার নির্দেশ দিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শনিবার দুপুরে ব্রাউন কম্পাউন্ডের দারুল মোকাররম জামে মসজিদে নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লীদের সামনে তিনি এই ঘোষণা দেন এবং বলেন, সাশ্রয় বাজার মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পরিকল্পনা যা তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। প্রধানমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এরকম কিছু করা যায় কিনা এমন সিদ্ধান্ত জানালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক ঢাকায় তার আসনে সাশ্রয় বাজার শুরু করেন। যা দেখে উদ্বুদ্ধ হয়ে বরিশালে প্রাথমিকভাবে ১৬ নং ওয়ার্ডে এই পারিবারিক সাশ্রয় বাজার করা হয়েছে। এটির সফলতা বলছে বরিশালে এটি খুবই প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, স্থায়ীভাবে এই বাজার চালু রাখা সম্ভব না হলেও বাজার সিন্ডিকেট যারা করছে তাদের একটা শিক্ষাতো দেয়া হবে। এই সাশ্রয় বাজারে একজন মানুষ যদি বাইরের থেকে প্রতিটি পণ্যে দু-তিন টাকাও সাশ্রয় করতে পারেন এই লক্ষ্যে আমরা প্রথমে নগরীর ৩০ ওয়ার্ডে ১০টি ও পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে এই সাশ্রয় বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে ব্রাউন কম্পাউন্ড মসজিদের মুসল্লী ও সাবেক কাউন্সিলর সাইফুল আহসান বুলবুল জাহিদ ফারুক এর গোপন দানের বেশকিছু ঘটনা তুলে ধরেন। আর ১৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাহিন সিকদার এর কথায় স্পষ্ট হলো এতদিন ধরে গোপনে এই বাজারের সবকিছু তদারকি করছিলেন জাহিদ ফারুক নিজেই এবং তারই সার্বিক সহযোগিতায় বাজার কার্যক্রম রমজানের পরেও চলবে বলে জানা গেছে। এসময় ব্রাউন কম্পাউন্ড দারুল মোকাররম জামে মসজিদের জরুরী নির্মাণ কাজে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। তিনি বলেন, ব্রাউন কম্পাউন্ড এলাকায় পত্রিকার অফিস হওয়ার কারণে এই মসজিদের সাথে আজকের পরিবর্তন পত্রিকার প্রত্যেক সদস্যের হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই মসজিদটি বহুতল ভবনে পরিণত করতে উপস্থিত সকলের সহযোগিতা চান এ সাংবাদিক নেতা। এর আগে নদী তীরবর্তী এলাকায় প্রতিমন্ত্রীর জয়ধ্বনির প্রশংসা তুলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাডঃ আনিস উদ্দীন শহিদ, আইনজীবী কেবিএস আহমেদ কবীর, লস্কর নুরুল হক, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, যুগ্ম আহবায়ক ও বরিশাল সিটি কর্পোরেশন এর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিন শিকদার, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, হুমায়ুন কবীর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন,বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পারিবারিক সাশ্রয় বাজার ঘুরে দেখেন জাহিদ ফারুক শামীম এমপি। তিনি এই বাজারের ভুয়শী প্রশংসা করেন। পারিবারিক সাশ্রয় বাজারে মাছ, মাংস, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT