4:10 pm , March 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে মোটর সাইকেলে অরোহী। বৃহস্পতিবার সকালে নগরীর রূপাতলী র্যাব-৮ এর সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক জানিয়েছেন। নিহত মো. রিয়াজউদ্দিন সুমন (৪৫) নগরীর নিউ ভাটিখানা রোডের বাসিন্দা এএসপি সৈয়দ আলীর ছেলে। আহত অরোহী মো. বেল্লাল বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক জানান, নিহত সুমন ও বেল্লাল মোটর সাইকেলযোগে নগরীর কালিজিরা ব্রীজ থেকে রূপাতলী বাস টার্মিনালের উদ্দেশ্যে আসছিলো। র্যাব দপ্তরের সামনে পৌছুলে বিপরীতদিকগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় দুই জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষনা করেছে। আহত বেল্লাল চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর কাভার্ড ভ্যান পালিয়েছে জানিয়ে ওসি বলেন, নিহতের লাশ বিনা ময়না তদন্তে নেয়ার জন্য পরিবার আবেদন করেছে।