আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন - ajkerparibartan.com
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন

4:10 pm , March 21, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষ্যে নগরীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে সেন্টার ফর সোস্যাল ডেভলপমেন্ট ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন। নাগরিক উদ্যোগের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা ললিত কুমার দাস। বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয়া দত্ত, মাইনোরিটি রাইটস ফোরামের বরিশাল জেলার সাধারন সম্পাদক রনজিত দত্ত, রান’র নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম, হরিজন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, রবিদাস সমাজকল্যান সংঘের সাধারন সম্পাদক বসন্ত  রবিদাস, শান্তনা দাস ও সাবিত্রী দাস বর্ণা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT