বর্মন রোডে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে দুই ঘর বর্মন রোডে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে দুই ঘর - ajkerparibartan.com
বর্মন রোডে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে দুই ঘর

4:32 pm , March 19, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বর্মন রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আগুনে দুটি টিনসেট ঘর পুড়ে ছাই হয়েছে। সাবেক কাউন্সিলর সৈয়দ আকবরের বাস ভবনের পাশে সালেহা মঞ্জিলে অগ্নিকান্ড ঘটে। আব্দুল ছালেক খান এর মালিকানাধীন টিনসেট ঘর দুটি পুরে আনুমানিক ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে টিনসেট ঘরের দুই ভাড়াটিয়া। ভাড়াটিয়া হানিফ ও ইবরাহীম জানান, বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আগুন লাগার পর তাৎক্ষনিক তা ছড়িয়ে পরে। এতে ঘরের সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কেউ হতাহত হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT