4:30 pm , March 19, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ভালো বেতনে সৌদি আরবে চাকুরির প্রলোভনে পিতাকে পাচারের অভিযোগে পুত্র মামলা করেছে। মঙ্গলবার বরিশাল মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য হিজলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী হলো হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ইমন।
আসামীরা হলো একই উপজেলার উত্তর শ্রীপুর এলাকার বাসিন্দা দেলোয়ার শেখের ছেলে হানিফ শেখ।
বাদী মামলায় অভিযোগ করেছে, ইমনের বাবা মিজান হাওলাদারের সাথে আসামী হানিফ শেখের পূর্ব পরিচয় রয়েছে। এ সুত্রে তাকে সৌদি আরবে পাঠানোর প্রস্তাব দেয়। এতে রাজি হলে তার কাছে ৫ লাখ টাকা চায়। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ২০ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করে। ২০২৩ সালের ৩০ অক্টোবর সৌদি আরবে যায় মিজান হাওলাদার। সৌদি নেয়ার পর মরুভুমিতে পাথর ভাঙ্গার কাজ দেয়। ওই কাজ করতে না চাইলে দালালরা নির্যাতন করে। বিষয়টি আসামীকে জানাইলে ড্রাইভারের চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে আরো ৭০ হাজার টাকা নেয়। কিন্তু তাকে কোন চাকুরি না দিয়ে আটকে রেখেছে। এতে বাবার প্রানহানির শংকায় মামলা করেছে ছেলে।