4:28 pm , March 19, 2024
মানবিক সহায়তার আবেদন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন মৃধা। পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রী। বছর দেড়েক আগে এই কাজ করতে গিয়ে পড়ে গিয়ে একটি হাত ভেঙে যায় তার। চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা তার হাতে (ভাঙা স্থানে) একটি রড বসিয়ে দেন। কিন্তু সেই চিকিৎসা যথাযথ হয়নি। কিছুদিন পরই রডটি খুলে যথাস্থান থেকে সরে যায়। এতে মহা বিপাকে পড়েন তিনি। শুরু হয় শাওনের দুর্বিসহ জীবন। আবার ডাক্তারের শরনাপন্ন হলে তারা শাওনকে উন্নত চিকিৎসা করতে নির্দেশনা দেন। একই সাথে চিকিৎসায় কমপক্ষে দেড় থেকে ২ লাখ টাকা খরচ হবে বলে জানিয়ে দেন তারা।
কিন্তু দুর্ঘটনার পর শাওন কর্মক্ষতা হারিয়ে ফেলেছেন। স্ত্রী অন্যের বাসায় কাজ করে কোনমতে দু’বেলা খাবারের ব্যবস্থা করছেন। তার কাছে চিকিৎসার জন্য ২ লাখ টাকা ম্যানেজ করা কোনভাবেই সম্ভব না। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে হাত পাতা ছাড়া কোন উপায় নেই।
শাওন বলেন, হাত ভাঙার পরে উপার্জন করার ক্ষমতা হারিয়েছি। স্ত্রী মানুষের ভাষায় কাজ করে আমি ও দুই ছেলে মেয়ের জন্য দু’বেলা ভাতের ব্যবস্থা করে। এত অভাবের মধ্যে কিভাবে চিকিৎসার জন্য দেড়-দুই লাখ টাকা জোগার করব সরকারীভাবে বা সমাজের বিত্তবান মানুষ সহায়তার হাত না বাড়ালে আমি আর হয়ত সুস্থ্য হতে পারব না। আমার স্ত্রী ও সন্তানদের দিকে তাকিয়ে সবাইকে অনুরোধ করব একটু সহযোগীতা করার।
চরবাড়িয়া ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ বলেন, ছেলেটি খুবই অসহায়। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। কিন্তু আমার একার চেষ্টার ওর চিকিৎসা খরচ হবে না। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করছি শাওনের পাশে এসে দাঁড়ানোর জন্য।
সহায়তার জন্য (বিকাশ নম্বর ০১৯৪৬৬৩০১৫৭ পারসোনাল)।