নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে কাজ করতে হবে : বিভাগীয় কমিশনার নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে কাজ করতে হবে : বিভাগীয় কমিশনার - ajkerparibartan.com
নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে কাজ করতে হবে : বিভাগীয় কমিশনার

3:53 pm , March 19, 2024

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহারও এটি। এজন্য নিত্যপণ্যের সরবরাহ অক্ষুণœ রাখতে এবং এর যে কোন ব্যত্যয়ের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বরিশাল বিভাগের জেলা প্রশাসক ও অন্যান্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল সকালে তাঁর সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিভাগীয় কমিশনার বক্তারা অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জড়িত এজেন্টদের শাস্তির আওতায় নিয়ে আসা, আসন্ন ঈদযাত্রায় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন না করা, জাটকা নিধন প্রতিরোধ করা, বরিশালের ঐতিহ্য ইলিশ রক্ষা করাসহ বরিশালের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।  এছাড়াও তিনি সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের মতোই আগামী ৪, ১১, ১৮ এবং ২৫ মে চারধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন যে কোন মূল্যে সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সকলকে তাগিদ দেন।
সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসকসহ পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, নৌ পুলিশ, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT