2:49 pm , March 18, 2024

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠির পূর্বচাঁদকাঠি বাজারে সরকারি মূল্যে মুরগি বিক্রি করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ষাইটপাকিয়া ফয়সাল নামে এক মুরগি ব্যবসায়ীর ফার্ম থেকে পাইকারি দরে মুরগি ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে ব্রয়লার মুরগি ১৭৫ টাকা এবং সোনালী মুরগি ২৬০ টাকা দরে জনসাধারণ এর কাছে বিক্রি করা হয়। এসময় রোজাদার ক্রেতারা লাইনে দাঁড়িয়ে মুরগি ক্রয় করেন।
ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মং এছেন বলেন, “১৬০ পিস ব্রয়লার ও সোনালী মুরগি একটি ফার্ম থেকে পাইকারি দরে ক্রয় করে ঝালকাঠির পূর্বচাঁদকাঠি বাজারে সাধারণ ক্রেতাদের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।”
সাধারণ ক্রেতারা সরকার নির্ধারিত মূল্যে মুরগি কিনতে পেরে আনন্দিত হয় ।