বিআরইউ ও বিএমপি’র যৌথ আয়োজনে আবারো প্রদর্শনী হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র বিআরইউ ও বিএমপি’র যৌথ আয়োজনে আবারো প্রদর্শনী হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র - ajkerparibartan.com
বিআরইউ ও বিএমপি’র যৌথ আয়োজনে আবারো প্রদর্শনী হলো মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র

2:46 pm , March 18, 2024

নিজস্ব প্রতিবেদক ॥  অগ্নিঝরা স্বাধীনতার মাস উপলেক্ষ্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর যৌথ আয়োজন দ্বিতীয় বারের মত প্রদর্শনী করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। বরিশাল জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীতে নগরীর বিভিন্ন স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সোমবার বেলা ১১ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।

এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

প্রধান অতিথির বক্তেব্যে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ। তাই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে দেশ প্রেম সবসময় জাগ্রত থাকে। দেশের জন্য কাজ করতে করতে পারে দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম.এ জি কবির ভুলু, কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রদর্শনীতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে মুহম্মদ জাফর ইকবালের লেখা “মুক্তিযুদ্ধের ইতিহাস” নামক বইটি বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT