2:40 pm , March 18, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ফেসবুক লাইভে এসে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। আত্মহনন কারী নসুরাত জাহান(২৪) ঝালকাঠি জেলার পিপইলতা গ্রামের আব্দুল আলীমের মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী। রোববার (১৭মার্চ) দিবাগত রাতে নগরের ২১নম্বর ওয়ার্ড ধোপা বাড়ির মোর ভাড়া বাসায় আত্মহননের ওই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে সোমবার (১৮ মার্চ) সকালে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বজনরা জানান, রাতের খাবার খেয়ে বাসার সবাই যে যার মত ঘুমাতে যায়। রাত দুইটার দিকে নুসরাতের মায়ের মোবাইলে একজন কল দিয়ে জানায়, নুসরাত ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। তাৎক্ষনিক রুমের দরজা ভেঙ্গে নুসরাতকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) নিয়ে যাওয়া হয়। তবে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। নুসরাতের মায়ের দাবি বিবাহের পর থেকেই স্বামীর সাথে টুকটাক ঝগড়াঝাটি লেগেই থাকতো। তাই নুসরাতের ছয় বছরের সন্তান নিয়ে তাদের (মায়ের) কাছে থাকতো। কিসের অভিমানে নুসরাত আত্মহত্যা করেছে তা জানানেই কারও। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ধোপা বাড়ির মোড় এলাকায় নুসরাত নামের এক তরুণী আত্মহত্যা করেছে। মরদেহউদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।