3:28 pm , March 17, 2024
উজিরপুর প্রতিবেদক ॥ দাবীকৃত কোটি টাকা চাঁদা না দেওয়ায় উজিরপুর উপজেলার সাতলায় রাতের আধারে মুরগীর খামার ও মাছের ঘেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি মুরগীর খামার পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুর্বৃত্তদের বহনকারী চালক সহ মাইক্রেবাসটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ১৭ মার্চ রোববার ভোরে এ ঘটনা ঘটে। মাছের ঘেরে তান্ডবকারীদের বিচারের দাবীতে সকাল ১০ টায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন ও উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু মাছের ঘেরে আগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাগেছে সাতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাওলাদারের পশ্চিম সাতলা গ্রামে একটি মাছের ঘের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শাহিন হাওলাদার এবং তার চাচাতো ভাই বহিস্কৃত যুবলীগ নেতা আসাদ ও ইলিয়াস হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত কয়েকদিন আগে মাছের ঘেরের বিরোধ নিয়ে একটি মামলা দায়ের হয়।ওই মামলার আসামী আসাদ হাওলাদার বরিশাল আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। আওয়ামী লীগ নেতা ও মাছের ঘেরের মালিক ইদ্রিস হাওলাদার অভিযোগ করেন, আসাদ হাওলাদার জামিনে বের হয়ে তার কাছে মামলার খরচ বাবদ কোটি টাকা চাঁদা দাবী করেন। আসাদ হাওলাদার , ইলিয়াস , রাসেল হাওলাদার ও তার বাহিনী দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে রোবাবর ভোরে ইদ্রিস মাছের ঘেরে তান্ডব চালিয়ে ২টি ড্রেজার সহ মাছের ঘেরের পানি সংস্কার কাজে ব্যবহৃত ৭টি সেচ পাম্পে আগুন দিয়ে পুড়ে ফেলে। এ খবর ছড়িয়ে পড়লে সকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করায় উজিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় উজিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, মাছের ঘেরের মধ্যে অবৈধ ড্রেজার বসিয়ে ভরাট করতে গেলে জনগন বাধা দেয় । তবে রোববারের ঘটনার সাথে তিনি জড়িত নয়। উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বলেন, ঘের নিয়ে বিরোধের জের ধরে রাতের আধারে অগুন দেয়ার ঘটনা ঘটেছে। মাইক্রোবাস চালক আগৈলঝাড়া এলাকার টুটুকে আটক করা হয়েছে।