যুবলীগ নেতা অসীম দেওয়ানের বাবার ইন্তেকাল যুবলীগ নেতা অসীম দেওয়ানের বাবার ইন্তেকাল - ajkerparibartan.com
যুবলীগ নেতা অসীম দেওয়ানের বাবার ইন্তেকাল

2:51 pm , March 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বরিশাল কেন্দ্রীয় বাস মালিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য অসীম দেওয়ানের পিতা মোঃ ফখরুল দেওয়ান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। তিনি দীর্ঘ দিন ধরে লিভার জনিত সমস্যায় ভুগছিলেন। রোববার বাদ যোহর মরহুমের নামাজে নগরীর মানিক মিয়া মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে বরিশাল মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে ফখরুল দেওয়ান’র মৃত্যুর খবর শুনে তার বাস ভবনে ছুটে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র পতœী লুনা আবদুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া মরহুমের নামাজে জানাজায় অংশ নেন সিনিয়র আওয়ামীলীগ নেতা কে বি এস আহমেদ কবির, এ্যাড. আফজালুল করিম, এ্যাড. লস্কর নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল কেমিস্ট ও ড্রাগ সমিতির সভাপতি কাজী মফিদুল ইসলাম কামাল, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ সহ বিসিসির অধিকাংশ কাউন্সিলর, জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নের্তৃবৃন্দ ও সহ¯্রাধিক মানুষ।
আগামীকাল মঙ্গলবার বাদ আসর নিজ বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT