বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন ও লালন করতে হবে -এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন ও লালন করতে হবে -এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন ও লালন করতে হবে -এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস

2:49 pm , March 17, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আরজুমান বানু নার্গিস বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারন ও লালন করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখে ছিলেন সেটি বাস্তবে রূপদান করেছেন তার জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের যারা শিক্ষার্থী তারাই একদিন এদেশে নেতৃত্ব দেবে। তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ শিখতে হবে। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। শিশুরা তার সাথে প্রাণ খুলে কথা বলতে পারতো। জাতির জনকের সেই লালিত স্বপ্নের বাংলাদেশ বির্নিমানে সকল শ্রেণী পেশার মানুষ শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক, সাহিত্যিক, সামাজিক, পেশাজীবী সবাইকে এককাতারে এসে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ নেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার প্রফেসর একেএম এনায়েত হোসেন, ট্রেজারার প্রফেসর তপন কুমার বল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর একেএম মুজিবুর রহমান, পরিচালক প্রফেসর মো: নাসির উদ্দিন সিকদার। এছাড়াও আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT