শিশু শিক্ষার্থীর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিশু শিক্ষার্থীর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ - ajkerparibartan.com
শিশু শিক্ষার্থীর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

4:14 pm , March 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ক্লাসে বেঞ্চ ভাংগার কথিত অভিযোগে সৃষ্টি মন্ডল (৫) নামের শিশু শ্রেনী পড়–য়া এক শিক্ষার্থীকে থাপ্পর মেরে কানে পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আহত শিক্ষার্থী সৃষ্টি হরিসেনা গ্রামের শিপুল মন্ডলের মেয়ে।
শনিবার দুপুরে আহত শিক্ষার্থীর মা কাকলি মন্ডল অভিযোগ করে বলেন, ক্লাসে বেঞ্চ ভাংগার কথিত অভিযোগ এনে গত বুধবার সকালে শিক্ষিকা ফারিহা বিনতে আজিজ আমার মেয়ে সৃষ্টির কানে সজোরে থাপ্পর মারে। এতে সৃষ্টির কান থেকে রক্ত বের হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। আঘাতে সৃষ্ঠির কানের পর্দা ফেটে গেছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। বর্তমানে সে (সৃষ্টি) বাসায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে তিনি ওই শিক্ষিকার শাস্তির দাবী জানান। অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষিকা বলেন, শিশু শিক্ষার্থীকে থাপ্পর মারার প্রশ্নই ওঠেনা। একটি মহল স্কুল থেকে আমাকে তাড়ানোর জন্য বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা রানী পাল বলেন, বিষয়টি জানান পর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস জানান, বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর মা আমাকে জানিয়েছেন। ঘটনাটি দুঃখজনক। ওই শিক্ষিকার এভাবে থাপ্পর মারা উচিৎ হয়নি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT