4:11 pm , March 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে যাত্রী সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে বলে গৌরনদী মহাসড়ক থানার এসআই কামরুজ্জামান জানিয়েছেন।
ওই যাত্রী হলো কালু সরদার (৪৬)। সে গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে।
ভাড়া নিয়ে গত ২৯ ফেব্রুয়ারী বিকেলে বরিশাল থেকে ঢাকাগামী বেপারী পরিবহ থেকে কালু সরদারকে ফেলে দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৯ ফেব্রুয়ারী রাতে ঢাকা পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার ভোরে নিহতের শ্যালক সাইদুল ইসলাম ফোন করে মৃত্যুর বিষয়টি জানিয়েছে। শাহবাগ থানা ময়না তদন্ত সম্পন্ন করেছে।
এসআই আরো বলেন, বাস থেকে ফেলে দেয়ার ঘটনায় সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় যাত্রীর মৃত্যু ঘটানোর ধারা সংযুক্ত করা হবে।
এখন পর্যন্ত বাস, চালক, হেলপারসহ সুপারভাইজারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই কামরুজ্জামান।
ঘটনার পর নিহত কালু সরদারের স্ত্রী নাজনীন বেগম জানিয়েছেন, তার স্বামী ৫/৬ মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। তিনিসহ চাচাতো ভাই সাইদুল ও কবির ২৯ ফেব্রুয়ারী বরিশাল বাস টার্মিনাল থেকে গৌরনদীর উদ্দেশ্যে বেপারী পরিবহনের একটি বাসে উঠে। ভাড়া নিয়ে দ্বন্দ্বে গৌরনদীর কটকস্থল এলাকায় বাস থেকে ধাক্কা দিয়ে কালুকে ফেলে দিয়েছে। এতে সে গুরুতর আহত হয়। সেখানে ১৬ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরন করেন।