4:10 pm , March 16, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে রান্নাঘরে গচ্ছিত হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে রহমতউল্লাহ খানের রান্নাঘরে ২০-২৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তয়কা ও টুমচর গ্রামের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তয়কা গ্রামের আলাউদ্দীন জানান, দুপুরের পরে জাগরনী পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৫০০গজ পূর্ব দিকে তয়কা গ্রামের রহমতউল্লাহ খানের রান্নাঘরে পর পর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আশপাশের বাড়ি-ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গরমে রহমতউল্লাহর গচ্ছিত হাতবোমার বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিপূর্বে আরও ৩বার ওই বাড়িতে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় বার বার বিস্ফোরণের ঘটনা ঘটছে। জাগরনী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা রহমতউল্লাহ খানের বাড়িতে বিস্ফোরণের শব্দ পাওয়ার দাবি করায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে হাতবোমা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, বিস্ফোরণের আলামত না পেলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।