4:09 pm , March 16, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে নগরীর বাজার রোডের দোকান বন্ধ রেখে পালিয়েছে ব্যবসায়ী ও কর্মচারীরা। শনিবার বেলা ১২ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান করা হয়। এর মধ্যেও বেশ কিছু দোকানে অভিযান করে ভ্রাম্যমান আদালত। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে আনন্দ মুদি ঘরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জাবেদ হোসেন চৌধুরী বলেন, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় বাজার রোড, স্ব রোড, হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। তিনি আরো জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দেন। এগুলোর তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে। এদিকে অভিযানিক দল চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাজার রোডের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে ফেলা হয়।