তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাল উদ্ধার তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাল উদ্ধার - ajkerparibartan.com
তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাল উদ্ধার

4:16 pm , March 15, 2024

ভোলা অফিস ॥ তজুমদ্দিনে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। তবে চাল উদ্ধারের পর এর সাথে জড়িতদের কাউকে আটক করতে পারেনি। গতকাল বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রবিউলের ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলে পুনর্বাসনের ২৪ বস্তা চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ হচ্ছে একজন মেম্বার এই চাল রেখেছে। চেয়ারম্যান ও মেম্বাররা জেলেদের চাল না দিয়ে অবৈধ ভাবে মজুদ করে বিক্রি করছে। ঐ চাল বস্তা পাল্টে স্থানীয় বাজারে বিক্রি করে দিচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্তর দাবী জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, অবৈধ ভাবে মজুদ করা জেলেদের পূর্ণবাসনের চাল জব্দ করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT