4:18 pm , March 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে চালু হয়েছে পারিবারিক সাশ্রয় বাজার। ১৬ নম্বর ওয়ার্ডের ব্রাউন্ড কম্পাউন্ডে (রয়েল সিটি হাসপাতালের বিপরীতে) এই বাজারের অবস্থান। বরিশাল সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের জন-নন্দিত কাউন্সিলর সমাজসেবক ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাহিন সিকদারের একান্ত উদ্যোগে ও অর্থায়নে পরিচালিত হবে এই সাশ্রয় বাজার। এই বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে মাছ, মাংস, দুধ, ডিম, শাক সবজি, ফল ও মুদী মালামালসহ একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সব পণ্য। প্রতি কেজি গরুর মাংস এখানে মিলবে বাজার মূূল্যের চেয়ে কমপক্ষে ১’শ টাকা কমে। প্রতি কেজি মুরগী ও মাছ পাওয়া যাবে বাজার দরের চেয়ে
কম দামে। বাজারের উদ্যোক্তা সাহিন সিকদার বলেন, আমার এই বাজারে পণ্যের মূল্য এবং বাইরে পণ্যের মূল্যের তফাত এমন হবে যেন একটি পরিবারের মাসে কম করে হলেও ৩ হাজারের বেশী টাকা সাশ্রয় হয় সেই হিসেব করেই আমার পণ্যের মূল্য নির্ধারন করা হবে। আমার লক্ষ্য বা ইচ্ছা হলো সাশ্রয়ের পাশাপাশি মানুষকে ফ্রেস খাবার খাওয়ানো। সে লক্ষেই কাজ করছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে ধীরে ধীরে পুরো বরিশালে এই সাশ্রয় বাজার ছড়িয়ে দেব।
তিনি আরো বলেন, ২০১২ সালে আমার নেতা বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ঢাকার মোহাম্মদপুরে সাশ্রয়ী বাজার চালু করেছিলেন। সেটাই আমার প্রেরণার উৎস। আমি আমার নেতাকে অনুসরণ ও অনুকরন করে তখন থেকেই মাথায় নিয়েছি বরিশালে এই বাজার চালু করার বিষয়ে। আপাতত আমার নির্বাচিত এলাকা ১৬ নম্বর ওয়ার্ডে শুরু করলাম। ভবিষ্যতে গোটা নগরীতে ছড়িয়ে দেব। সমাজের নি¤œ ও মধ্যবিত্ত মানুষগুলো একটু ভাল থাকুক এটাই আমার এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য।