4:16 pm , March 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ ১২ মার্চ থেকে শুরু হয়েছে রহমত-মাগফিরাত আর নাজাতের মাস মাহে রমজান। ক্ষণ গননায় আজ রমজানের চতুর্থ দিন। পাশাপাশি আজ শুক্রবার এ বছরের প্রথম জুম্মা। জুম্মার দিন গরীবের হজের দিন।পবিত্র ও পূণ্যের দিন।রমজানের জুম্মা আরও বিশেষ মহিমান্বিত।তাই এবার রমজানের প্রথম জুম্মার দিন ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের জন্য মসজিদে ভীড় করবেন। রমজানকে বলা হয় মুসলিমের বসন্তকাল। প্রতিটি সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রমজান ও জুমা একত্র হয়ে আজকের এ দিনটি একজন মুমিনের জন্য বিশেষ ইবাদতের দিনে পরিণত হয়েছে।আজকে যেহেতু পবিত্র জুমার দিন তাই আমাদের উচিত হবে নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা।আমাদের রোজাগুলোও যদি একান্তই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয় তাহলে তিনি আমাদের রোজা কবুল করে আমাদের পুণ্য অনেকগুণে বাড়িয়ে দিবেন।