রমজানের প্রথম জুম্মা আজ রমজানের প্রথম জুম্মা আজ - ajkerparibartan.com
রমজানের প্রথম জুম্মা আজ

4:16 pm , March 14, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ১২ মার্চ থেকে শুরু হয়েছে রহমত-মাগফিরাত আর নাজাতের মাস মাহে রমজান। ক্ষণ গননায় আজ রমজানের চতুর্থ দিন। পাশাপাশি আজ শুক্রবার এ বছরের প্রথম জুম্মা। জুম্মার দিন গরীবের হজের দিন।পবিত্র ও পূণ্যের দিন।রমজানের জুম্মা আরও বিশেষ মহিমান্বিত।তাই এবার রমজানের প্রথম জুম্মার দিন ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের জন্য মসজিদে ভীড় করবেন। রমজানকে বলা হয় মুসলিমের বসন্তকাল। প্রতিটি সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রমজান ও জুমা একত্র হয়ে আজকের এ দিনটি একজন মুমিনের জন্য বিশেষ ইবাদতের দিনে পরিণত হয়েছে।আজকে যেহেতু পবিত্র জুমার দিন তাই আমাদের উচিত হবে নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা।আমাদের রোজাগুলোও যদি একান্তই আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয় তাহলে তিনি আমাদের রোজা কবুল করে আমাদের পুণ্য অনেকগুণে বাড়িয়ে দিবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT