4:00 pm , March 13, 2024
কবির খান, ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়ায় হানিফ পরিবহনের আঘাতে বশির হাওলাদার নামে এক পুলিশ সদস্যের পা ভেঙ্গে গেছে। আহত এসআই বশির হাওলাদার জেলার ইন্দুরকানি থানায় কর্মরত আছেন। ভা-ারিয়া থানার উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে এসআই বশির হাওলাদার উপজেলার বিশ্বরোডস্থ ফাতিমা ক্লিনিকের সামনে দিয়ে ভা-ারিয়া থানার দিকে আসার সময় ঢাকাগামী হানিফ পরিবহন তার মটোরসাইকেলকে ধক্কা দেয়। এতে ওই পুলিশ সদস্যের ডান পা ভেঙ্গে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে ভা-ারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কামাল হোসেন জানান, আহত পুলিশ সদস্য বশির হাওলাদারের ডান পায়ে প্রচন্ড আঘাতের কারণে পা ভেঙ্গে কয়েক টুকরা হয়েছে। এ দিকে ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।