3:59 pm , March 13, 2024
হিজলা প্রতিবেদক ॥ মেঘনা নদীর অভয়াশ্রম থেকে মাছ শিকারের সময় গত ৪৮ ঘন্টায় ৬২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ জনকে কারাদ-, একজনকে জরিমানা ও ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। হিজলা উপজেলা, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে জেলেরা আটক হয়। হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে কিছু অসাধু জেলেরা মাছ শিকার। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ সাড়াশি অভিযান করে। এ সময় নিষিদ্ধ এলাকায় মাছ শিকার করা ৬২ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলা কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ ৫৭ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া এক জেলে জরিমানার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। নৌ-পুলিশ বাদী হয়ে ৪ জেলের বিরুদ্ধে মামলা করেছে। মোহাম্মদ আলম হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা হয়ে আসার পর থেকে মেঘনা নদীতে অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।