উজিরপুরে যুবককে চাপা দিয়ে পুকুরের মধ্যে বাস ॥ নিহত ২ উজিরপুরে যুবককে চাপা দিয়ে পুকুরের মধ্যে বাস ॥ নিহত ২ - ajkerparibartan.com
উজিরপুরে যুবককে চাপা দিয়ে পুকুরের মধ্যে বাস ॥ নিহত ২

3:53 pm , March 13, 2024

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার  বাসস্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদার বাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গত ১৩ মার্চ বুধবার দুপর ১টার দিকে এ ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেন, যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বেপোরোয়া গতির  চাকলাদার পরিবহনের (যশোর ব- ১১ -০২৪৬) একটি বাস সানুহার এলাকার বেলাল সরদারের পুত্র  সুমন সরদার (১৮) নামে এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে  হাওলাদার বাড়ির পুকুরের মধ্যে পড়ে যায়। এ রিপোট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাস চালক পলিয়েছে। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘন্টা  চেষ্টা চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, বেপোরোয়া গতির বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে চাপা দিয়ে চৌকিদারবাড়ীর পুকুরের মধ্যে খাদে পড়লে বাসের ১৫ যাত্রী  আহত হয়। আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর আহম্মেদ ২ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT