ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের হাতে অপহৃত স্বামীকে ফেরৎ চায় নববধু ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের হাতে অপহৃত স্বামীকে ফেরৎ চায় নববধু - ajkerparibartan.com
ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের হাতে অপহৃত স্বামীকে ফেরৎ চায় নববধু

3:50 pm , March 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের হাতে অপহৃত এমভি আব্দুল্লাহ ২৩ স্কোয়াডের একজন মো: আলী হোসেনের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারি এলাকায় চলছে আতংকের পরিবেশ। এখানকার অবসরপ্রাপ্ত স্কুল দপ্তরি ঈমাম হোসেনের ছোট ছেলে আলীর গোটা পরিবার এখন আতংকে দিন কাটাচ্ছে। সরকারের কাছে দাবি করেছে আলীকে ফিরিয়ে আনার। বরিশালের বানারীপাড়া উপজেলার সোমারপাড় গ্রামের আলী পরিবারের সাথে শেষ কথা বলেছে গতকাল সন্ধ্যা ৭ টায়। সবাইকে সে দোয়া করতে বলেছে। আরো বলেছে প্রায় ৯০/১০০ জন জলদস্যু তাদের নিয়ন্ত্রন নিয়েছে। এরা কিছুক্ষনের মধ্যে মোবাইল নিয়ে যাবে। এই ঘটনার পর এ বাড়ির মানুষের চোখে ঘুম নেই। সাতমাস আগে বিয়ে করে ঘরে তোলা স্ত্রি ইয়ামনি এখন নির্বাক। মা বাবার আর্তনাদ চলছে। শান্ত স্বভাবের ছেলে আলী নারায়নগঞ্জ মেরিন থেকে ডিপ্লোমা করে জাহাজে ওয়েলারের চাকরি নেয়। ৪ বছর থেকে সে সাগর-মহাসাগর পাড়ি দিচ্ছে। গত ৯ জুলাই বিয়ে করার পর ২৯ নভেম্বর আবার জাহাজে ওঠে। গতকাল থেকে নিখোঁজ।
দুই ভাইয়ের মধ্যে সে ছিলো ছোট এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বলছে খবর পাবার পর তারা গোটা পরিবারকে নজরদারিতে রেখেছে। পরিবারের দাবি তারা সরকারের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন।
নিখোঁজ আলীর স্ত্রি ইয়ামনি মেগম জানায়, তাদের বিয়ে হয়েছে মাত্র ৭ মাস হলো। এরই মধ্যে এমন বিপর্যয় নিতে পারছি না। সরকারের কাছে দাবি করছি আমার স্বামিকে ফেরৎ আনার। আলির মা  নাসিমা বেগম এবং বাবা ঈমাম হোসেন জানান, তাদের দু সন্তানের মধ্যে আলী হচ্ছে ছোট এবং এই সংসারের একমাত্র উপার্যনক্ষম। ওর সাথে কথা হয়েছে গত সন্ধ্যায়, বলেছে দোয়া করতে। তারা জানান, সন্তান নিখোঁজের যন্ত্রনায় তারা বেসামাল হয়ে যাচ্ছে। যে কোন মূল্যে সন্তান ফেরৎ চান তারা।
এই পরিবারটি জন্য গোটা এলাকার মানুষ এখন স্তব্ধ।  বানারিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈনুল ইসলাম জানান, তারবার্তায় খবর পাবার পর থেকে এ পরিবারের সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে। তিনি জানান সন্তান ফিরে পেতে পরিবারটির দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হচ্ছে।
জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২৩ জন নাবিক রয়েছে।পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা।
সোমালিয়ার দস্যুদের কবলে পড়া এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশী মালিকানাধীন জাহাজে যে ২৩ নাবিক রয়েছেন, তাদের পরিচয় জানা গেছে। তারা সবাই বাংলাদেশি। এরমধ্যে ১১ জনের বাড়ি চট্টগ্রামে। নোয়াখালীর দুজন। বাকিরা ফরিদপুর, টাঙ্গাইল, নওগাঁ, খুলনা, নেত্রকোনা, লক্ষ্মীপুর, ফেনী, নাটোর, সিরাজগঞ্জ ও বরিশালের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT