4:01 pm , March 12, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার গণ-ইফতারের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীরা। মঙ্গলবার রমজানের প্রথম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার কর্মসূচি পালন করেন তারা। এছাড়াও কর্মসূচিতে কুরআন তেলাওয়াত এবং ইসলামী সাংস্কৃতিক হয়। শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, শাবিপ্রবি ও নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে হাজার বছরের বাঙালি মুসলিম সংস্কৃতির ওপরে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে প্রথম রমজানে বিশ্ববিদ্যালয়ে গণইফতার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। উল্লেখ্য, এর আগে সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে।