3:28 pm , March 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পৃথক অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রমজানকে সামনে রেখে পন্য সামগ্রীর মুল্য নিয়ন্ত্রনে সোমবার পৃথক এ অভিযান করা হয়। ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে জরিমানা করেন ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালন অপূর্ব অধিকারী। এ সময় সহকারী পরিচালক সুমি রানী মিত্রসহ পুলিশ সহায়তা করেছে। অপর দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাবেদ হোসেন চৌধুরী ও মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে পিয়াঁজ পট্টি ও হাঁটখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কিছু দোকানে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রয় হতে দেখা যায়। তখন নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি মামলায় দুইজন বিক্রেতাকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।