3:53 pm , March 10, 2024
খবর বিজ্ঞপ্তি ॥ “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো স্লোগানে বরিশালে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে ১০ মার্চ রবিবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ থেকে র্যালি বের করেন বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়। এরপর শুরু হয় জাতীয় দুর্যোগ দিবসের করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগ) গৌতম বাড়ৈ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন চৌধুরী, নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার উজ জামান, মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।