কাশিপুরে আদালতের দুইদফা নিষেধাজ্ঞায়ও বন্ধ হয়নি ভবন নির্মাণকাজ কাশিপুরে আদালতের দুইদফা নিষেধাজ্ঞায়ও বন্ধ হয়নি ভবন নির্মাণকাজ - ajkerparibartan.com
কাশিপুরে আদালতের দুইদফা নিষেধাজ্ঞায়ও বন্ধ হয়নি ভবন নির্মাণকাজ

3:44 pm , March 10, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি আদালতের নজরে আনলে পূণরায় বিমানবন্দর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সহকারী জেলা জজ আদালত। বাদীর অভিযোগ, দুই দফা স্থিতাবস্থা জারী করার পরও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা। এদিকে বিমানবন্দর থানা পুলিশ আদালতের নির্দেশনা থাকার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো আসামীপক্ষ তাদের নির্মাণকাজের গতি আরো বাড়িয়ে দিয়েছে। এসব বিষয়ে বাদীপক্ষ গতকাল কাজ স্থগিত ও নকশা বাতিলের দাবি জানিয়ে আরেকটি অভিযোগ দিয়েছেন বরিশাল সিটি করপোরেশন মেয়র এর কাছে।
মামলার বাদী গাজী মাইনউদ্দিন জানান, নগরীর ২৯ নং ওয়ার্ড ইছাকাঠী কাশিপুর আনসার অফিসের পূর্ব পার্শ্বে জমি নিয়ে আদালতে দীর্ঘদিন যাবত মামলা চলমান। মামলা এ অবস্থায় বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করছেন প্রতিপক্ষ সৈয়দা ফেরদৌসী। কাজ বন্ধের জন্য গত ২৯ নভেম্বর মামলা করায় আদালত স্থিতাবস্থার আদেশ দেন। চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। মামলা নিস্পত্তি না হলেও অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে বিরোধীয় সম্পত্তির কিছু অংশ বিক্রিও করা হয়েছে বলে দাবী মামলার বাদীর। আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মান কাজ চলাকালীন স্থানীয় থানা পুলিশ কাজ বন্ধ করে দেন। পুলিশ চলে গেলে ফের শুরু করেছেন নির্মান কাজ। আদালতের নির্দেশ অমান্য করে এখনো চলছে ভবন নির্মাণের কাজ। মামলার বাদী প্রতিকার চেয়ে পুলিশ কমিশনারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT