ভান্ডারিয়ায় টগড়া-চরখালী ফেরিকে জাহাজের ধাক্কা ভান্ডারিয়ায় টগড়া-চরখালী ফেরিকে জাহাজের ধাক্কা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় টগড়া-চরখালী ফেরিকে জাহাজের ধাক্কা

3:44 pm , March 10, 2024

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ার কঁচা নদীর টগড়া-চরখালী ফেরি শনিবার রাতে একটি জাহাজের ধাক্কায় ফেরি ভেঙে যাওয়ায় ১১ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে গত রাত থেকে পিরোজপুরের সাথে দেশের ১১টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।  ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কঁচা নদীর ওপর টগরা- চরখালী ফেরি ঘাটের ভেড়ানো ছিলো ফেরি। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি মালবাহী জাহাজ ধাক্কা দিলে ফলে ঘাটের গ্যাংওয়ে সহ ফেরি ক্ষতিগ্রস্থ হওয়ায় খুলনা, ঢাকা,  মঠবাড়িয়া- পাথরঘাটা সহ  ১১ টি রুটে  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মানুষের কোন ক্ষতি না হলেও ইউনুস হাওলাদার নামে এক ক্ষুদে ব্যবসায়ীর ভ্যান পড়ে যায় নদীতে। বর্তমানে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আল আমিন সহ একাধিক যাত্রী জানান, তারা সকালে খুলনা ও ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠেন কিন্তু ফেরি ঘাটে এসে দেখন ফেরি চলাচল বন্ধ। এ কারনে তারা চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে।’ টগরা- চরখালী ফেরির সুপারভাইজার মো: হায়দার আলী ডাকুয়া জানান, ওই ঘাতক জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটির নাম বালাসুর-১ (এম- ৯৮৫১)। জাহাজটির ধাক্কায় ফেরির বেলি ব্রিজ ও গ্যাংওয়ে ভেঙে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়। এ প্রসঙ্গে রবিবার সকালে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী  টি, এম রাজিমুল আলীম রাজু বলেন, জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ ফেরিটি মেরামতের জন্য সকাল থেকে কাছ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে এটি সচল করা হবে বলে জানান তিনি।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT