3:42 pm , March 10, 2024

বানারীপাড়া প্রতিবেদক ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি বসতবাড়ির দরজার সামনেই টয়লেট ও ট্যাংক বসিয়ে চলাচলের পথ বন্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রেজাউল করিম নোমান নামে এক ব্যক্তি। ১০ মার্চ দুপুরে সরেজমিনে ওই বাড়িতে গেলে দেখা যায় রেজাউল করিম রোমানদের বসতঘরের সামনে টয়লেট ও ট্যাংক স্থাপন করা হয়েছে। এতে করে সিমাহীন দুর্ভোগে পড়েছেন ওইসব পরিবারের লোকজন। অভিযুক্ত নাজমুন নাহার নীলা, শামীমা বেগম ও তার ফুপু নাদিরা আলম অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় সম্পত্তি তাদের।