৮ নম্বর ওয়ার্ডে রাশিক কাউন্সিলর নির্বাচিত ৮ নম্বর ওয়ার্ডে রাশিক কাউন্সিলর নির্বাচিত - ajkerparibartan.com
৮ নম্বর ওয়ার্ডে রাশিক কাউন্সিলর নির্বাচিত

4:00 pm , March 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের উপ-নির্বাচনে মো. রাশিক হাওলাদার নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হয়। ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন রিটানিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী।
গত ১২  জুনের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড থেকে মো. সেলিম হাওলাদার বিজয়ী হয়। দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে বহিস্কৃত হয় বরিশাল মহানগর বিএনপির সদস্য সেলিম হাওলাদার। টানা পাঁচবার নির্বাচিত এ কাউন্সিলর ষষ্ঠবারে শপথ নেয়ার পূর্বে গত ২৮ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
তার মৃত্যু এ ওয়ার্ডের নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন প্রয়াত কাউন্সিলর সেলিম হাওলাদারের ভাতিজা রাশিক হাওলাদার ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শামীম আহসান।
রিটানিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন,মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জামিয়া আরাবিয়া খাজা মউনুদ্দিন মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। মোট ৫ হাজার ৪০৩ জন ভোটার ছিলেন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলো ২ হাজার ৯৬৫ জন এবং নারী ভোটার ২ হাজার ৪৩৮ জন।
সকাল থেকে ইভিএম মাধ্যমে দুই হাজার ৫৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহনের শতকরা ৪৭ ভাগ।
গ্রহন করা ভোটের মধ্যে রাশিক হাওলাদার লাটিম প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭৪ ভোট। প্রতিদ্বন্দ্বি শামীম আহসান ঘুড়ি প্রতীক নিয়ে পান ৪৬৫ ভোট।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে এক হাজার ৬০৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রাশিক হাওলাদার।
রিটানিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট নেয়া হয়েছে। ভোট গ্রহনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় রাশিক হাওলাদার নির্বাচনী প্রচারনায় ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ করবেন বলে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT