আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর কারাদন্ড

3:55 pm , March 9, 2024

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। কারাদন্ডপ্রাপ্তকে গতকাল শনিবার দুপুরে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কাজীর গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রিয়াজ মোল্লাকে ১শত গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও সেবনের জিনিসপত্রসহ গতকাল শনিবার সকালে গৌরনদী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হৃদয় গ্রেপ্তার করে।
পরে গতকাল শনিবার সকাল ১১টায় মাদক ব্যবসায়ী রিয়াজ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করা হলে বিচারক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।
পরে কারাদন্ডপ্রাপ্তকে আগৈলঝাড়া থানার মাধ্যমে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হৃদয়, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT