3:37 pm , March 8, 2024
খবর বিজ্ঞপ্তির ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকায় ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনের এম.এ.গফুর অডিটরিয়ামে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সুনীল বরণ হালদার। সভায়
যেসকল উপজেলায় ও জেলায় কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে সকল জেলা ও উপজেলায় আগামী এপ্রিল মাসের মধ্যে সম্মেলন শেষ করার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও সদস্য নবায়ন এবং নবায়ন ফি নির্ধারিত হারে জমা দেয়ার জন্য তাগিদ দেয়া হয়। সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা আগামী ঈদুল ফিতরের আগেই ঘোষণা দেয়ার জন্য শিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানানো হয়। কার্যকরি পরিষদের সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহম্মেদ, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল হোসেন ঢাকা থেকে এসে যোগ দেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসাদুল আলম আসাদ এর সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলি শাখার সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, সহ-সভাপতি সঞ্চয় কুমার খান, উপদেষ্টামন্ডলীর সদস্য দাশ গুপ্ত আশীষ কুমার, অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়ের আমমেদ, আবদুল মালেক, ঝালকাঠী জেলার সভাপতি তোফাজ্জেল হোসেন, বরগুনা সদর উপজেলার সভাপতি তপন চন্দ্র মিস্ত্রী, আগৈলঝাড়া উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গৌরনদী উপজেলার সভাপতি মজিবুর রহমান, উজিরপুর উপজেলা সভাপতি শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, হিজলা উপজেলার সহ-সভাপতি মোতালে হাওলাদার, সদর উপজেলার সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ।