বরিশালের সরকারি ৫ কলেজ পেল নতুন অধ্যক্ষ বরিশালের সরকারি ৫ কলেজ পেল নতুন অধ্যক্ষ - ajkerparibartan.com
বরিশালের সরকারি ৫ কলেজ পেল নতুন অধ্যক্ষ

3:36 pm , March 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক (ইংরেজী) ড. মোঃ আমিনুল হক। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক) সমর কুমার বেপারীকে বরগুনার বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলী করা হয়েছে। অপরদিকে বরিশালের গৌরনদী সরকারি কলেজের সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক (মৃত্তিকা বিজ্ঞান) ড. মো. মহিউদ্দীন, পিরোজপুরের সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক (অর্থনীতি) পান্না লাল রায় ও ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক (ব্যবস্থাপনা) শুকদেব বাড়ৈকে স্ব স্ব কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মোছা: রেবেকা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, অধ্যাপক ড. মোঃ আমিনুল হক বিএম কলেজের ৮০তম অধ্যক্ষ হিসেবে ৭ মার্চ যোগদান করেছেন। গত ৬ মার্চের প্রজ্ঞাপন জারির ফলে টানা দুইমাস পর নতুন অধ্যক্ষ পেল সরকারি ব্রজমোহন কলেজ। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মানোন্নয়নে এবং সকল সমস্যা সমাধানে নবাগত অধ্যক্ষ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা চেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT