3:26 pm , March 8, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে কোন র্যালি,আলোচনা সভা ও সিম্পোজিয়াম নয় একটু ভিন্ন আঙ্গিকে একান্ত পারিবারিক নারী সদস্যদের সাথে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে প্রভাষক শিখা রাণী সাহা। গতকাল শুক্রবার নগরীর সদররোড অনামিলেনস্থ নীলাচল নিবাসে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক শিখা রাণী সাহা দুপুরে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করে। এসময় শিখা রাণী সাহার সকল পরিবারের শিশু থেকে শুরু করে সকল মহিলা সদস্যরা কেক কাটায় অংশগ্রহণ করে।