3:26 pm , March 8, 2024
মনপুরা প্রতিবেদক ॥ আজ ১নং মনপুরা ও ৫নং কলাতলী ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। ভোট গ্রহণের জন্য ২টি ইউনিয়ন পরিষদের ১৮ টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ৪ স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। ৭ জন ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মনপুরার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের ৯টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ সকল মালামাল প্রিজাইডিং অফিসারদের নিকট বিতরণ করা হয়েছে। নির্বাচনের দিন প্রভাবমুক্ত রাখতে ও অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত থাকবে। ১নং মনপুরা ইউনিয়নের নির্বাচনী মালামাল গতকাল বিকাল ৩টায় বিতরণ করা হয়।
রির্টানিং কর্মকর্তা মঞ্জুর হোসেন ও অনিমেষ কুমার বসু বলেন, ২টি ইউপি নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।