3:23 pm , March 8, 2024
পরিবর্তন ডেস্ক ॥ আবদুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ,বরিশাল -এ ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস- ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণের অডিও প্রচার,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ নুসরাত রশিদ। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রভাষক সাইফুদ্দিন খান, প্রভাষক সামসুল বারী মনির, প্রভাষক উত্তম কুমার বড়াল, সহকারি অধ্যাপক শেখ কামরুন নাহার কাদির। কবিতা আবৃত্তি করেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ঐশী।প্রভাষক উত্তম কুমার বড়াল, সহকারী অধ্যাপক কামরুন নাহার কাদির একক সংগীত ও শিক্ষার্থীরা দলীয় সংগীত পরিবেশন করেন । অধ্যক্ষ জনাব নুসরাত রশিদ তাঁর বক্তব্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোশারেফ হোসেন।