3:22 pm , March 8, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে রাতে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ জেলে শফিকুল ইসলামের লাশ উদ্ধার করেছেন ডুবুরীরা। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার জয়ন্তী নদীর সফিপুর ইউনিয়নের নোমরহাট পল্টুন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম (১৮) সফিপুর ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে। তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিবেশি শাওন ফকিরের সঙ্গে জয়ন্তী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলো।
শাওন ফকির জানান, বৃহস্পতিবার রাতে নৌকার দুই দিকে বসে দুইজন মাছ ধরছিলেন। রাত সোয়া ২টার দিকে শফিকুল নৌকা থেকে পানিতে পড়ে যায়। সাথে সাথে ডাকচিৎকার দিয়ে অন্যান্য জেলে ও স্বজনদের সহযোগিতায় শফিকুলের খোঁজ শুরু হয়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস এর ডুবুরীদের সংবাদ দেওয়া হয়। ডুবুরী ও স্থানীয়রা প্রায় ১০ ঘন্টার চেষ্টায় শুক্রবার বেলা ১২টার দিকে নোমরহাট পল্টুন এলাকা থেকে ডুবন্ত অবস্থায় শফিকুলের লাশ খুঁজে পায়।
এব্যাপারে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।