3:35 pm , March 7, 2024
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে ইসলামী ব্যাংক থেকে প্রবাসীর স্ত্রীর আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মুলাদী পৌরসভার চরগুদিঘাটা গ্রামের সৌদি আরব প্রবাসী আসাদুজ্জামানের স্ত্রী লাবনী আক্তারের ব্যাংক হিসাব থেকে আড়াই লাখ টাকা উধাও হয়ে গেছে। গত ৪ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ৬২৫টি খুদে বার্তার মাধ্যমে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। মুলাদী ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় প্রতারকেরা ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছেন লাবনী আক্তার। এঘটনায় তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লাবনী আক্তারের স্বামী আসাদুজ্জামান প্রায় ২২ বছর ধরে সৌদিআরবে থাকেন। গত ৪ মার্চ আসাদুজ্জামান এক ব্যক্তির মাধ্যমে লাবনীর ব্যাংক হিসাব নম্বরে আড়াই লাখ টাকা পাঠান। ওই দিনই তিনি মুলাদী ইসলামী ব্যাংকে গিয়ে টাকা জমার বিষয়টি নিশ্চিত হন। গত ৬ মার্চ দুপুরে লাবনী আক্তার ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংক হিসাবে কোনো টাকা নাই। পরে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক হিসাব বিবরনী প্রিন্ট করে দেখতে পান একটি খুদে বার্তার মাধ্যমে ৪০০ টাকা করে ৬২৫টি খুদে বার্তার মাধ্যমে আড়াই লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এনিয়ে বাগবিতা-া করে টাকা উদ্ধার করতে না পেরে লাবনী আক্তার বৃহস্পতিবার মুলাদী ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ ও অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
এব্যাপারে মুলাদী ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. নূর ই আলম সিদ্দিকী জানান, গ্রাহকের ব্যাংক হিসাব থেকে টাকা উধাওয়ের সঙ্গে কোনো ব্যাংক কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই। ব্যাংক গ্রাহক লাবনী আক্তার তার গোপন পিন নম্বর কোনো প্রতারক চক্রেরে কাছে দেওয়ায় খুদে বার্তার মাধ্যমে ওই চক্রটি টাকা হাতিয়ে নিয়ে থাকতে পারে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, প্রবাসীর স্ত্রী ব্যাংক হিসাব থেকে টাকা উধাওয়ের বিষয়ে অভিযোগ করেছেন। প্রযুক্তির মাধ্যমে প্রতারক চক্র শনাক্ত এবং টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।